অনেক দিন পর জয়ের মুখ দেখলো Bangladesh update breaking today news bd.
Update breaking today news bd: 2017 সালে Bangladesh শেষ টেস্ট জয় পেয়েছিলো শ্রীলংকার বিপক্ষে। তার মাঝে drow হলেও পাইনি জয়ের সাধ।
টানা তিন বছর পর টেস্ট জয়ের সাধ নিলো Bangladesh। তাহলে শুরু করি Bangladesh এর প্রথম Innings এর গল্প। প্রথমে 6 Wickets এর পতন হয় দলীয় 132 run এর মাথায়। তখন Saif Hassan 0, Shadman Islam 23, Shanto 2, Mominul (c) 70, Rahim 11, Shakib 3, run করেন।
দলের বিপর্যয় মুহর্তে দলের হাল ধরেন Liton Das (wk)ও Mahmudullah। দলীয় 270 run এর মাথায় আউট হন Liton Das 95 করে। পড়ার বলে আউট হন Mehidy Hasan।
তারপর দেখা গেল নাটকীয়তা। Mahmudullah এর সাথে 191 run এর জুটি বাধলো Taskin Ahmed। Mahamudullaher 150 রানের উপর ভর করে Bangladesh এর দলীয় score গিয়ে দ্বারায় 468 রানে।জিম্বাবুয়ের হয়ে সব্বোর্চ উইকেট লাভ করে Muzarabani 4 উইকেট।
Zimbabwe প্রথম ইনিংসে শুরুটা খুব ভালো করেছিলো। 225 রান করেছিলো তিন উইকেটে। তারপর মিরাজ ও সাকিবের স্পিনের দাপটে একেরপর এক পর এক উইকেট হারাতে থাকে জিম্বাবুয়। 276 রানের মাথায় গুটিয়ে জিম্বাবুয়ের ইনিংস।
বলার হিসেবে ৫ উইকেট পান মিরাজ ও ৪ উইকেট পান সাকিব
Bangladesher এর দ্বিতীয় ইনিংসে জোরা সেঞ্চুরিরতে ১ উইকেট হারিয়ে সংগ্রহ করেন 284 রান।
বিপরীতে জিম্বাবুয়ে জবাবে 256 রান করে। উল্লেখযোগ্য রান করেন Taylor 92 এবং tiripano। Bangladeshi বলার হিসেবে মিরাজ 4 উইকেট ও তাসকিন 4 উইকেট সংগ্রহ করেন।
পরিশেষে, 229 রানের জয় পায় বাংলাদেশ। ম্যাচ সেরা হয়েছেন Mahamudullah riad.