চিকিৎসার নামে নারীকে ধর্ষণের অভিযোগে আটক গাইবান্ধায় পল্লী চিকিৎসক update breaking today news bd.

update breaking today news bd
চিকিৎসা করার নামে এক নারীকে ধর্ষণের অভিযোগে গাইবান্ধার গোবিন্দগঞ্জের পল্লী চিকিৎসক  শাহারুল ইসলাম নামে একজন চিকিৎসকে স্থানীয়রা মিলে আটক করেছেন পুলিশে  ।

১২ আগস্ট রোজ বৃহস্পতিবার বিকেল নাগাত গোবিন্দগঞ্জ উপজেলার কাটাখালীর বালুয়া বাজারে এই ঘটনাটি ঘটে। আটকৃত চিকিৎসক শাহারুল ইসলাম বাজারে একটি চেম্বার খুলে দীর্ঘদিন ধরে পল্লী চিকিৎসা দিয়ে আসছিলেন।

পুলিশ ও স্থানীয়দের কাছ থেকে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে এই নারী পল্লী চিকিৎসক শাহারুল ইসলামের কাছে ওষুধ আনতে গিয়ে নির্যাতনের শিকার হন।  তাকে পরীক্ষা-নিরীক্ষার করার কথা বলে চেম্বারের ভেতরে নিয়ে যান চিকিৎসক। তারপর ওই নারীকে ধর্ষণ করেন শাহারুল। নির্যাতিতা নারীর চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে আটক করে শাহারুল ইসলামকে।

খবর শুনে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্ত পল্লী চিকিৎসক শাহারুলকে আটক করে এবং থানায় নিয়ে যায়।গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, নির্যাতনের শিকার গৃহবধু  নিজেই বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা করেছেন।

 শনিবার আদালতে নেয়া হবে আটক পল্লী চিকিৎসক শাহারুল ইসলামকে ।মেডিকেল পরীক্ষার জন্য নির্যাতিতা ওই নারীকে গাইবান্ধা সদর হাসপাতালে পাঠানো হবে বলেও জানান ওসি।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url