ব্রাজিল এবং আর্জেন্টিনা থাকলেও অলিম্পিক ফুটবলে নেই ইতালি-ইংল্যান্ড মতো ইউরো চ্যাপিয়ন দল। update breaking today news bd.



Update breaking today news bd: ব্রাজিল এবং আর্জেন্টিনা থাকলেও অলিম্পিক ফুটবলে নেই ইতালি-ইংল্যান্ড মতো ইউরো চ্যাপিয়ন দল। 

ফুটবলবিশ্ব পুরো এক মাস কোপা আমেরিকা এবং ইউরো চ্যাম্পিয়নশিপ নিয়ে মেতে ছিল। কোপায় আর্জেন্টিনা এবং ইউরোতে ইতালির চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে শেষ হয়েছে এই দুই মহাদেশীয় ফুটবল লড়াই। এবার আসছে অলিম্পিকে ফুটবল। আসছে ২২ জুলাই মাত্র এক সপ্তাহ পর শুরু হতে যাচ্ছে টোকিও অলিম্পিক ফুটবল।

তেমন জমজমাট হয় অনূর্ধ্ব-২৩ দলের অলিম্পিক ফুটবল গেম নিয়ে । কিম্তু আলোচনায় ছিল রিও অলিম্পিক ফুটবলে ব্রাজিলে ফাইনালে ওঠায় এবং দলে নেইমার উপস্থিত থাকায়। তবে কোপা ও ইউরোর মতো জমজমাট লড়াই হতে পারে এবার অলিম্পিক ফুটবলে।

 অলিক ফুটবলে স্বর্ণজয়ের স্বাদ কেউ মিস করতে চাইবে না। ৫ বার বিশ্বকাপ জয়ি ব্রাজিল  প্রথম অলিম্পিক ফুটবলে ২০১৬ সালে এসে স্বর্ণ বিজয়ী হয়। অলিম্পিক ফুটবল অনূর্ধ্ব-২৩ দলের প্রতিযোগিতার মধ্যমে ফুটবল খেলা দেশগুলোর নতুন তারকারা খুজে পায়।আসছে ২২ জুলাই অলিম্পিক ফুটবলে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও রানার্সআপ ব্রাজিল থাকলেও নেই ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠা দুই দল ইতালি ও ইংল্যান্ড। এই দুই দলই ব্যর্থ হয়েছে অলিম্পিক ফুটবলে খেলার যোগ্যতা অর্জন করতে।    

কনমেবল অঞ্চলের বাছাই পর্ব থেকে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন আর ব্রাজিল রানার্সআপ হয়ে টোকিও অলিম্পিকের টিকিট পেলো। ইউরোপ মহাদেশীয় বাছাইপর্বে থেকে বাদ পরে ইতালি ও ইংল্যান্ড।

বলা যায়,  ইতালির অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করতে না পারাটা তাদের জন্য দুর্ভাগ্যই বটে। স্বাগতিক হয়েও ২০১৯ সালে অনুষ্ঠিত উয়েফা অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপের  ইটালি অলিম্পিক ফুটবল  নিশ্চিত করতে পারেনি। ইতালি ও স্পেনের সমান ৬ পয়েন্ট থাকলেও হেড টু হেড গোল পার্থক্যে বাদ পড়ে যায় ইতালি। 

ইউরোপ থেকে এবার অলিম্পিক ফুটবলে খেলছে মোট চার দল  স্পেন, জার্মানি, রোমানিয়া ও ফ্রান্স।ইংল্যান্ড ও ইতালি বাদ পরলেও অলিম্পিক ফুটবলে আছে বিশ্বকাপজয়ী ৫ দেশ ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, স্পেন ও ফ্রান্স। এবার অলিম্পিক ফুটবলে স্বাগতিক দল হিসেবে থাকছে জাপান। এশিয়া মহাদেশ থেকে এবার অলিম্পিকে খেলবে সৌদি আরব ও দক্ষিণ কোরিয়া।

আগামি ২২ জুলাই অলিম্পিক ফুটবলের প্রথম দিনই মাঠে থাকবেন ৫ বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, স্পেন ও ফ্রান্স।প্রথম দিনে ইয়োকোহামা স্টেডিয়ামে রিও অলিম্পিকের স্বর্ণ ও রৌপ্যজয়ী ব্রাজিল-জার্মানির দেখাও হয়ে যাচ্ছে প্রথম ম্যাচে ।  





Next Post Previous Post
No Comment
Add Comment
comment url