দক্ষিণ আফ্রিকারকে প্রথমবারের মতো হারায় আয়ারল্যান্ড।update breaking today news bd.
Update breaking today news bd: এ যেনো পচা শামুকে পা কাটার মতো দক্ষিন আফ্রিকা প্রথমবার মতো পরাজিত হয় আয়ারল্যান্ড এর কাছে।
কিছুদিন আগে ওয়েস্ট ইন্ডিজকে তাদের ঘরের মাঠে হারিয়ে এলে দক্ষিন অাফরিকা।তারপর আয়ারল্যান্ড সিরিজে এসে হোঁচট খায় দক্ষিণ আফ্রিকা। সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টির জন্য মাঝপথেই পরিত্যাক্ত হয়।
কিন্তু অপ্রত্যাশিত ভাবে সিরিজের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে আয়ারল্যান্ডের কাছে হেরে বসেন দক্ষিন আফ্রিকার মতো শক্তিশালী দল।
ডাবলিনে দক্ষিন আফ্রিকা টস জিতে আয়ারল্যান্ডকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানায়। আয়ারল্যান্ড দলের ক্যাপ্টেন অ্যান্ডি বলবির্নির শতরানে উপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে হারিয়ে ২৯০ রান লক্ষ্য দেয় দক্ষিন আফ্রিকাকে। ক্যাপটেন অ্যান্ডি বলবির্নির ১০টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১১৭ বলে ১০২ রান করে রাবাদার বলে আউট হয়ে যান।
এছাড়া হ্যারি টেকটর ৭৯, জর্জ ডকরেল ৪৫, অ্যান্ডি ম্যাকব্রায়ান ৩০ ও পল স্টার্লিং ২৭ রান করে দলে গুরুত্তপূর্ণ ভুমিকা রাখে। ফেলুকাওয়ো ২টি এবং রাবাদা, কেশব মহারাজ, ও শামসি ১টি করে উইকেট শিকার করেন।