সুরক্ষা অ্যাপ বন্ধ করতে দেশের বাইরে থেকে সাইবার হামলা: আইসিটি প্রতিমন্ত্রী update breaking today news bd.

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক


প্রতিনিয়ত দেশে সাইবার হামলার খবর শুনা যাচ্ছে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন সুরক্ষা অ্যাপ বন্ধ করার জন্য দেশের বাইরে থেকে এক চক্র সাইবার হামলা চালান।

১২ আগস্ট রোজ বৃহস্পতিবার বাংলাদেশ বিমানবাহিনীর ডিজিটাল সক্ষমতা বাড়ানোর জন্য ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরকালে প্রতিমন্ত্রী এ কথা জানান।

বাংলাদেশ বিমানবাহিনীর ডিজিটাল প্রযুক্তির সক্ষমতাকে উন্নতি করার জন্য সকল ধরনের প্রয়োজনীয় প্রশিক্ষন দেওয়ার উদ্দেশে বিজিডি ই-গভ সার্ট এবং বাংলাদেশ বিমানবাহিনীর সাইবার ওয়ারফেয়ার ও তথ্যপ্রযুক্তি অধিদফতরের মধ্যে এক ত্রিপক্ষিক সমঝোতা চুক্তি করা হয়েছে।

মো. আবদুস সাত্তার সরকার, (ডিজিটাল নিরাপত্তা এজেন্সির পরিচালক (প্রশাসন ও অর্থ)) এবং তারেক এম বরকতউল্লাহ(বিজিডি ই-গভ সার্টের পরিচালক) ও এয়ার কমোডর মো. তৌহিদুল ইসলাম (বাংলাদেশ বিমানবাহিনীর সাইবার ওয়ারফেয়ার) ও তথ্যপ্রযুক্তি অধিদপ্তরের পরিচালক  সমঝোতা স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এয়ার ভাইস মার্শাল মো. শফিকুল আলম,(সহকারী বিমানবাহিনী প্রধান) এবং আইসিটি বিভাগের জ্যেষ্ঠ সচিব এন এম জিয়াউল আলম এবং মো. খায়রুল আমীন (ডিজিটাল নিরাপত্তা এজেন্সির মহাপরিচালক) এবং পার্থ প্রতিম দেব (বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক) ।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url