টাঙ্গাইলের বাসাইলে দুটি ট্রাকের সংঘর্ষে নিহত হেলপার update breaking today news bd.

update breaking today news bd
update breaking today news bd: টাঙ্গাইলের বাসাইল উপজেলায় দুটি ট্রাকের মুখমুখি সংঘর্ষে আজাহার আলী নামের একব্যাক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি একটি ট্রাকের হেলপার ছিলেন। 

তিনি নাটোর জেলার বসবাস করতেন।গত ২১ জুলাই রোজ বুধবার সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বাসাইল উপজেলার করাতি পাড়া বাইপাস এলাকায় সংর্ঘষটি ঘটে।

পুলিশ কাছ থকে জানা যায়, ঢাকা থেকে গরু ভর্তি একটি ট্রাক উত্তরবঙ্গের উদ্দেশ্যে যাচ্ছিল। তখন ট্রাকটি করাতি পাড়া বাইপাস এলাকায় পৌছানোর পর বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সরাসরি সংঘর্ষ ঘটে। 

ঘটনাস্থলেই মৃত্যু হয় টাকা থেকে আসা ট্রাকের হেলপারের। খবর পেয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিসের একটি ইউনিট সেখানে পৌছায়। এবং লাশটিকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপতাল মর্গে পাঠঅনো হয়।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url