ইরাকে বোমা হামলায় নারী-শিশুসহ মৃত্যু কমপক্ষে ৩৫ জনের update breaking today news bd.
ইরাকের একমাত্র রাজধানী বাগদাদের একটি জনপ্রিয় মার্কেটে বোমা হামলায় কমপক্ষে ৩৫ জনের মৃত্যু হয়েছে। রোজ সোমবার মার্কেটে ঈদের কেনাকাটা করতে গিয়েছিলো স্থানিয়রা।
তখন হঠাৎ চালানো বোমা হামলায় আহত হয়েছে ৬০ জনের মতো। বোমা হামলার সাথেসাথেই বেশ কয়েকটি দোকানে আগুন ধরে যায়। পুলিশ জানায়, বোমা হামলায় নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
গতো ছয় মাসের মধ্যে বাগদাদে এটিই সবচেয়ে বড় ভয়াবহ বোমা হামলা বলে মনে করছেন নিরাপত্তা বাহিনী। সন্দেহ করা হচ্ছে, অাইএসের দ্বারাই এই হামলাটি হয়েছে। তবে উপযুক্ত প্রমান পাওয়া যায় নি এখনও।
গত এপ্রিল মাসে শহরের একটি মার্কেটে গাড়ি বোমা হামলার দায় স্বীকার করেছিল আইএস বাহিনী। এছাড়া জানুয়ারিতে আরও দুটি আত্মঘাতী হামলারও করেছিলেন তারা। ঐই হামলায় প্রাণহানি হয়েছিল ৩২ জনের।