নামাজরত ফিলিস্তিনিদের আল-আকসা থেকে পিটিয়ে বের করে দেয় ইসরায়েলি বাহিনী update breaking today news bd.

update breaking today news bd

আল-আকসা কর্তৃপক্ষ এমন উসকানিমূলক আচরণের তীব্র নিন্দা জানিয়েছে। শুধু নামাজ আদায়ের জন্যেই ফিলিস্তিনি নারীদের একটি দল আল-আকসায় এসেছিলেন । 

কিন্তু আল-আকসার দরজার সামনে না ইসরায়েলি বাহিনীর বাধার সম্মুখিন হন মুখে।update breaking today news bd: আবারও অস্থির আল-আকসা! গতকাল ১৮ জুলাই রোজ রবিবার ইসরায়েলি বাহিনী নামাজরত মুসল্লিদের টেনে-হিঁচড়ে মসজিদ থেকে বের করে দেয়। এর সাথে নারীদের অনেক পেটানো হয়। নীতিমালা ভঙ্গের অজুহাত দেখিয়ে আটক করেন অনেকে।

এদিন পর্দানশীন মুসলিম নারীদের হয়রানির পাশাপাশি মাটিতে ফেলে মারধরও সহ রীতিমতো গলা ধাক্কা দিয়ে  মসজিদ প্রাঙ্গণ থেকে বের করে দেয় ইসরায়েলি বাহিনী। প্রতিবাদে ফিলিস্তানিরা ইট-পাটকেল ছুঁড়ে মারায় ফিলিস্তিনিদের ওপর ক্ষিপ্ত  হয় ইসরায়েলি সেনাবাহিনী। 

আল-আকসা মসজিদের পরিচালক শেখ ওমর আল কিসওয়ানি জানান, নিঃসন্দেহে এটা একটা উসকানিমূলক আচরণ।ইসরায়েলি নিরাপত্তা বাহিনী নামাজরত ফিলিস্তিনিদের টেনে-হিঁচড়ে আল-আকসা থেকে বের করেছে । নামাজ পড়তে আসা নারীদের অপমাণ ও হয়রানি করেছে। সেসময়ই মসজিদ প্রাঙ্গনে প্রবেশ করছিলো ১৩শ’র বেশি কট্টরপন্থী ইহুদি। ফিলিস্তিনিদের সাথে কোন্দল বাঁধাতেই এ অপচেষ্টা চালায়।

ইসরায়েলি বাহিনীরা বলেন- ইহুদিদের ধর্মীয় আনুষ্ঠানিকতা তিশা-ভি-হাবে পালনে বাধা দিয়েছিলো ফিলিস্তিনিরা। এসময় ফিলিস্তিনিরা নাকি বাধা দেয় ইহুদিদের ধর্মগ্রন্থ পাঠে এবং প্রার্থনায়। 

গত মে মাসে জেরুজালেম এবং আল-আকসা এলাকা থেকে ফিলিস্তিনিদের উৎখাতকে কেন্দ্র করে  অস্থিরতা শুরু হয়। এক পর্যায়ে সংঘাত সৃষ্টি হয় হামাস-ইসরায়েলের মধ্যে, টানা ১১ দিনে চলছিলো সেই সহিংসতায়। প্রাণ হারিয়েছিলেন ২৫৬ ফিলিস্তিনি। মিসরের মধ্যস্থতায় অস্ত্র স্তগিত  হলেও বারবার নানা কারন দেখিয়ে সেটি লঙ্ঘন করছে ইসরায়েল সৈনিক।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url