যুক্তরাষ্ট্রে দাবানল এর তীব্র তাপে নিহত ৭১ জন।update breaking today news.
update breaking today news: যুক্তরাষ্ট্রের পোর্টল্যান্ডে ভয়াবহ দাবানলের তীব্র তাপদাহে প্রাণহানি হয়েছেন কমপক্ষে ৭১ জনের। এখনো নিয়ন্ত্রণে আনতে পারেনিঅরেগন রাজ্যেদাবানল।
১৩ জুলাইরোজ মঙ্গলবারস্থানিয় স্বাস্থ্য অধিদফতরের কাছ থেকে জানা যায়, গতো ১৫ দিনের মধ্যে প্রাণহানির সংখ্যা ছিলো ৫৪ জন।নিহতদের হতভাগ্যদের বয়স ৪৮ থেকে ৯৭ বছরের মধ্যে । বলা যায় সবাই প্রাপ্তবয়ষ্ক।
যুক্তরাষ্ট্রের একদল তদন্ত কমিটির প্রতিবেন অনুসারে জানা যায়, ঘরে যথেষ্ট শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা না থাকার কারনে ঘরে মধ্যেই হিটস্ট্রোক হয়ে মারা গেছেন বেশিরভাগ মানুষ। বর্তমানে পোর্টল্যান্ডের তাপমাত্রা বেড়ে দ্বারিয়েছে ৪৭ ডিগ্রি সেলসিয়াস।অন্যদিকে ক্যালিফোর্নিয়া রাজ্যের ৩৯ স্কয়ার কিলোমিটার এলাকা পুড়ছে দাবানলে।
প্রায় ছয় শতাধিক ঘরবাড়ি ও স্থাপনা এখন হুমকির মুখে তাদেরকে নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে।গত মাসে আগে কানাডা-যুক্তরাষ্ট্রের সীমান্তবর্তী এলাকাগুলোও তীব্র তাপদাহ অনুভূত হয়।