অটোরিকশার ওপর ট্রাক উল্টে ২ জন নিহত, আহত ২ জন update breaking today news bd.
update breaking today news bd; অাজ ১৭ জুলাই রোজ শনিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
পুলিশের কাছ থেকে জানা যায়, ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হওয়া লবনবাহী ড্রাম্প ট্রাক গাজীপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশার ওপর উল্টে যায়।
দূরঘটনায় এক নারীসহ ২ জন ঘটনাস্থলেই নিহত হয়। এবং আহত দুজনকে সাথে সাথে নিকস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারনে প্রায় আধঘণ্টা সময় সড়কে যান চলাচল বন্ধ থাকে।
ট্রাক উল্টো হয়ে যাওয়ার কারনেই মূলতো যান চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ এসে ট্রাকটি সরিয়ে নেওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হয়। পুলিশ এখনও নিহতদের পরিচয় জানাতে পারেনি । ঘটনার সাথে সাথেই ঘাতক ট্রাকটির চালক পালিয়ে যায়।