ভারতকে টপকে গেল আয়ারল্যান্ড শীর্ষ দুইয়ের আছে বাংলাদেশ update breaking today news.

update breaking today news bd

update breaking today news: ইংল্যান্ড-পাকিস্তান তিন ম্যাচের সিরিজ ও আয়ারল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দ্বিতীয় ওয়ানডের পর আইসিসি ওয়ানডে বিশ্বকাপ সুপার লিগে  পয়েন্ট টেবিলে এসেছে বেশকিছু পরিবর্তন।

ইংল্যান্ড পাকিস্তানের বিপক্ষে ৩-০ তে সিরিজ জিতে ইংল্যান্ডের প্রথম স্থান আরো মজবুত হয়েছপ। এবং দক্ষিণ আফ্রিকাকে হারানোর পর পয়েন্ট টেবিলে ভারতকে টপকে গেছে উপরে উঠে এসেছে আয়ারল্যান্ড। তবে এখনো দুই নম্বর অবস্থান ধরে রেখাখতে সক্ষম হয়েছে বাংলাদেশ।

পাকিস্থান ও ইংল্যান্ডের মধ্যকার ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে পাকিস্তানকে ৩ উইকেটে হারানোর পর ইংল্যান্ড পূর্ণ  ৩০ পয়েন্ট অর্জন করে ৯৫ পয়েন্ট নিয়ে শীর্ষ অব্থানে এখন ইংল্যান্ড। তাদের পরেই ৫০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে বাংলাদেশ । অস্ট্রেলিয়া ও পাকিস্তান উভয়ই  ৪০ পয়েন্ট নিয়ে যথাক্রমে তিন ও চারে অবস্থানে আছে । ৎ

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ৩৫ পয়েন্ট নিয়ে  আয়ারল্যান্ড এখন পাচঁ নম্বর অবস্থানে। সমান ৩০ পয়েন্ট নিয়ে ৬,৭ ও ৮ এ অবস্থান করা নিউজিল্যান্ড, আফগানিস্তান ও উইন্ডিজদের টপকে গেছে অায়ারল্যান্ড। ভারত ২৯ পয়েন্ট নিয়ে নবম অবস্থানে আছে।

 ভারতের ২৯ পয়েন্ট থাকায় ভারতকেও ছারিয়ে গেছে অায়ারল্যান্ড। আইরিশদের কাছে হেরে যাওয়ায় নেদারল্যান্ড আছে  দক্ষিণ আফ্রিকা নিচের অবস্থানে। শ্রীলঙ্কার অবস্থান এখন ১২ নম্বরে। সবথেকে তলানিতে  অবস্থান করছে  জিম্বাবুয়ে ১০ পয়েন্ট নিয়ে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url