বন্যার কবলে জার্মানি ও বেলজিয়ামে প্রান হারায় ৭০ জন। update breaking today news bd.
update breaking today news bd: বন্যার কবলে পরে ক্ষতিগ্রস্ত ইউরোপের একাংশ। এক হিসাব অনুসারে জানা যায়, বিপর্যস্ত বন্যায় জার্মানি ও বেলজিয়ামে কমপক্ষে ৭০ জন নিহত হয়েছেন।
নিখোঁজ আছেনএখনো বহু মানুষ ।জার্মানিতেমারা গেছেন বেশিরভাগ মানুষ। জার্মানির রাইনল্যান্ড প্যালা-টি-ন্যাট নামক প্রদেশটি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। বন্যার পানিতে অস্তিত্ব হারিয়েছে অঞ্চলটির সড়ক যোগাযোগ ব্যবস্থা। বন্যার তোরে নৌকার মাধ্যমেও পৌঁছানো যাচ্ছে না অনেক লোকালয়ে।
তাই হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করা হচ্ছে বাসিন্দাদের। ধসে পড়ার শঙ্কায় রয়েছে বহু ঘরবাড়ি ও স্থাপনা।এদিকে বন্যায় বিপর্যস্ত হয়ে বেলজিয়ামে মৃত্যু হয়েছে ১১ জনের। নেদারল্যান্ডসও বাচতে পারেনি বন্যার কবল থেকে। আগামি শুক্রবার পর্যন্ত দেশগুলোয় ভারি বৃষ্টিপাত এবং প্রবল বন্যার পূর্বাভাস জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর।
বিশেষজ্ঞরা এক বিবৃতিতে বলছেন, বৈশ্বিক উষ্ণতা এবং জলবায়ু পরিবর্তনের কারনে ক্ষতিকর প্রভাব দেখতে শুরু করেছে উন্নত দেশগুলো।