জেমস অ্যান্ডারসন জমিয়ে তুললেন ভারত ও ইংল্যান্ডের টেষ্ট ম্যাচ।
বড় স্কর দ্বার করানোর আশায় লর্ডস টেস্টের দ্বিতীয় দিনে মাঠে নামছিলো ভারত। কিন্তু জেমস অ্যান্ডারসনের পাঁচ উইকেট নেওয়ায় ম্যাচে টিকে রয়েছেন ইংল্যান্ড। সেঞ্চুরি হাকানো লোকেশ রাহুলকে ১২৯ রানে ফিরিয়ে দিয়েছিলেন ইংলিশ পেসার রবিনসনের।
এরপর রিশাভ পান্তের ও রবীন্দ্র জাদেজা ছারা ব্যাট হাতে আর কেউ সফলতা দেখাতে পারে নি। তাই প্রথম ইনিংস মোট ৩৬৪ রানে শেষ করেছেন ভারত। অজিঙ্কা রাহানেঅফ ফর্ম যেনো কাটছেই না। আগের দিনের রানের সাথে কোনো রান যোগ করার অাগেই প্যাভিলিয়নের পথ ধরেন।
এরপর ভারতের ইনিংসকে ধ্বংস স্তুপ থেকে টেনে তুলেন রিশাভ পান্ত ও রবীন্দ্র জাদেজা। কিন্তু অ্যান্ডারসন ও মার্ক উড ভয়ঙ্কর বলিংয়ে তোপে আর লম্বা হয়নি ভারতের ইনিংস ।
এরপর ইংল্যান্ড ব্যাট করতে নেমে নতুন বল ভালোই একটা সূচন করেন। ওপেন করেছেন দুই ইংলিশ ওপেনার ডম সিবলি ও রোরি বার্নস। কিন্তু মোহাম্মদ সিরাজের জোড়া উইকেটে আবার প্রেসারে পরে ইংল্যান্ড। পরপর দুই বলে ডম সিবলি ও হাসিব হামিদ আউট হওয়ায় বিপদে পড়ে ইংল্যান্ড।
তারপর অধিনায়ক জো রুট ও বার্নসের মিলে ৮৫ রানের জুটি গড়ে আবার উঠে দ্বারায় ইংল্যান্ড। ব্যক্তিগত ৪৯ রান করে মোহাম্মদ শামির বলে আউট হয়ে প্যাভিলিয়নের ফিরেন বার্নস। ৪৬ রান নিয়ে এখনও ব্যাট করছেন অধিনায়ক জো রুট। জো রুটকে প্যাভিলিয়নে না ফেরানো পর্যন্ত ম্যাচে ফেরা হবে না ভারতের। কারন জো রুট বর্তমানে খুব ছন্দে রয়েছেন।