রিয়াদের টেষ্ট থেকে বিদায় বেলায় যা বললেন আশরাফুল update breaking today news bd.
Update breaking today news bd: টেষ্ট ক্রিকেট থেকে মাহমুদউল্লাহ বিদায়কে সঠিক বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোঃ আশরাফুল।
তবে আশরাফুলের দাবি রিয়াদ কোনো ভুল করেননি। গণমাধ্যমের সাথে আলাপকালে আশরাফুল বলেন,"রিয়াদ সঠিক সময়ে সিদ্ধান্ত নিয়েছেন। আজকে দেখলাম BCB সভাপতি নাজমুল হাসান পাপন বলছেন,"তুমি দেশে এসে তারপর আরেকটা ম্যাচ আয়োজন করি"।
আরেকটা ম্যাচে যে দুই ইনিংসে ০ করবেনা এটার তো কোনো গ্রান্টি নেই। সেই সময়ের বিদায় আর এখনকার বিদায় আকাশ পাতাল ব্যাবধান। ক্রিকেট ইতিহাসে বিয়াদ একমাএ ক্রিকেটার যিনি অভিশেখ টেষ্ট ম্যাচে বল হাতে পাঁচ উইকেট শিকার করেছিলো আর বিদায় টেষ্ট ম্যাচে হাকিয়েছেন ১৫০ রান।"আশরাফুলের মতে ফর্ম তুঙ্গে থাকা অবস্থাই বিদায় বলা উচিত।
আশরাফুল তার সাথে আর যোগ করে বলেন, বাংলাদেশে যতোদিন ক্রিকেট থাকবে। ততদিন মাহমুদউল্লাহ নাম থাকবে। তিনি এমন একজন ক্রিকেটার যিনি অভিশেখে ৫ উইকেট এবং বিদায়ে একশত পঞ্চাশ রানে অপরাজিত ছিলেন। তার সিদ্ধান্ত সঠিক। ওর জায়গায় আমি হলেও একই কাাজ করতাম।
বিয়াদ হয়তো চিন্তা করেছে লাল বলে তার ক্যারিয়ার হয়তো ১ থেকে দের বছর। সেহেতু ওয়ানডেতে ও টি২০ তে মনোযোগ স্বাভাবিক। টেষ্টে দল থেকে বাদ পড়ার পর বিয়াদ আহমরি কিছু না করার পরও রিয়াদ যে দলে ফিরছেন। এর জন্য রিয়াদকে ভাগ্যবান বলে আখ্যায়িত করছেন আশরাফুল।
আশরাফুল আরও বলেন আমিতো বলবো রিয়াদ ভাগ্যবান কারন ১৭ মাস পর টেষ্টে ফেরার আগে ও তেমন কিছু করেনি।লংগার ভার্ষনে চার থেকে পাচটি সোন্চুরিও করেননি।"ফর্মের তুঙ্গে থেকে অবসর নেওয়ার ক্ষেত্রে রিয়াদের কৌশলি সিদ্ধান্তকে প্রশংসা করেছেন মোঃ অাশরাফুল। দির্ঘ ১৭ মাস পর টেষ্টে সুযোগ পাওয়া রিয়াদ হারহারেতে টেষ্টে বাংলাদেশকে এনে দিয়েছিলো পরম কাঙ্খিত জয়।
তবে ব্যাট হাতে আরও একবার নিজের জাত চিনিয়ে বিদায় জানিয়েছেন চেষ্ট ক্রিকেটকে। অনেকেই মনে করেছেন ১৬ মাস দলের বাহিরে থাকার কারনেই হয়তো এমন কঠিন সিদ্ধান্ত রিয়াদের।
আশরাফুলের মতামতটি কি সঠিক তা অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাবেন।
ধন্যবাদ সবাইক।